আপনার মূল্যবান ভোটটি দিন

গার্মেন্টস কোয়ালিটি কাজ কি ?

কোয়ালিটি ইন্সপেক্টর কাকে বলে বা কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজ কি?

সাধারনত একজন কোয়ালিটি বলতে উৎপাদন করা পণ্য বা সেবা ক্রেতার চাহিদা পূরণে কতটুকু সফল হয়েছে অথবা উৎপাদন করা পণ্যটি ব্যবহার উপযোগ্য কিনা তা যাচাই করে নিশ্চিত করাই হলো একজন কোয়ালিটির প্রধান কাজ। এক্ষেত্রে বায়ারের চাহিদা অনুযায়ী উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেই বিষয়টাও নিশ্চিত করতে হয়।

একটি উৎপাদিত পণ্যের কোয়ালিটি প্রধানত তিনভাবে বিবেচনা করা হয়: 

  • কোয়ালিটি অফ ডিজাইন: এক্ষেত্রে বোঝানো হয় পণ্যটি দেখতে কেমন , সেটি সুন্দর কিনা তা নিশ্চিত করা। যেকোনো পণ্য সম্পূর্নরূপে প্রস্তুত হওয়ার পর প্রথমে তার appearance যাচাই করা হয় এবং পণ্যটির অন্তর্গত মান যতই ভালো হোক না কেন এই ডিজাইন যদি আকর্ষণীয় বা চোখে না ধরে তাহলে কাস্টমারের নিকট গ্রহণযোগ্য হয় না। এটি নিশ্চিত করার জন্যই রেখে কোয়ালিটি অফ ডিজাইন বলা হয়। 
  • কোয়ালিটি অফ ফিটনেস: এক্ষেত্রে পণ্যটি ব্যবহার যোগ্য কিনা অথবা স্পেসিফিকেশন অনুযায়ী উৎপাদিত পণ্য কাস্টমারের চাহিদা পূরণের সকল কিনা সেটি নিশ্চিত করা হয়। 
  • কোয়ালিটি অফ পারফরম্যান্স: এক্ষেত্রে উৎপাদিত পণ্যের কার্যকরী গুণমান সম্বন্ধে নিশ্চিত করা হয়। 

একজন কোয়ালিটির কোন একটি পণ্য তৈরি করার পূর্বে যে সব বিষয়ে নিশ্চিত করতে হয়: পণ্য উৎপাদন করা শুরু করার পূর্বে বায়ারের সাথে একটি পরামর্শ করতে হয় যাতে সেই পণ্যে কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হবে বা কাঁচামালের বৈশিষ্ট্য কেমন হবে। অনেক সময় কিছু কিছু ফ্যাক্টরিতে বেশি লাভের আশায় উৎপাদন খরচ কমানোর জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয় যা স্বাভাবিকভাবেই বায়ারের পছন্দ হবে না। তাই কোন ধরনের কাঁচামালের ব্যবহার করা হবে সেই বিষয়টি নিশ্চিত করা খুবই গুরুত্তপুর্ণ। একই সময় বিভিন্ন সময় ইন্সপেকশন প্রক্রিয়ায় উৎপাদন পদ্ধতির বিভিন্ন ধাপসমূহ যাচাই করা হয়। 

একজন কোয়ালিটি ইন্সপেক্টর হতে হলে যেসব বিষয় ধারণা প্রয়োজন এবং তার দায়িত্ব ও কর্তব্য কি কি?

  • মেজারমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, পোশাকের অথবা কাপড় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং সুতা তৈরি সম্পর্কেও জানতে হবে।
  • যে পণ্যটি উৎপাদন করা হচ্ছে সেটির সমজাতীয় পন্যের শ্রেষ্ঠত্বের মাত্রার সাথে নিজেদের পণ্যের গুণমান যাচাই করে পণ্যের গুণমান উন্নতি নিশ্চিত করতে হবে।
  • সুইং লাইন লেআউট করা জানতে হবে। 
  • কর্মীদের সঠিক গাইডলাইন দেওয়া জানতে হবে। 
  • পোশাকের কি কি এক্সেসরিজ হবে এবং তার সঠিকভাবে লাগানো হচ্ছে কিনা সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। 
  • বায়ারের চাহিদা/রিকোয়ারমেন্ট কি? বায়ার কি চাচ্ছে বা তার প্রত্যাশা কি সে সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। 
  • বায়ার কিভাবে কাজ করলে সন্তুষ্ট হবে সেটি নিশ্চিত করতে হবে। 
  • উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের কর্মদক্ষতার উন্নতি নিশ্চিত করতে হবে। 
  • কাজ চলাকালীন সময়ে যেকোনো ধরনের ব্যর্থতার প্রতিরোধ এবং যে কোন প্রকার সমস্যা সমাধানের ও সমস্যা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। 
  • উৎপাদিত পণ্যটি ব্যবহার উপযোগী কিনা বা সবারই পছন্দ হবে কিনা সেটি ভালোভাবে যাচাই করতে হবে। 
  • উৎপাদনকৃত পণ্যের বৈশিষ্ট্য বা পণ্যের গুণাগুণ সমূহ একটি কাস্টোমারের চাহিদা মেটাতে কতটুকু সক্ষ্ম তা যাচাই করতে হবে। 
  • সবচেয়ে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য তৈরি নিশ্চিত করতে হবে। 

একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর এর কি কি ধারণা থাকতে হবে এবং তার দায়িত্ব ও কর্তব্য কি কি?

  • একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর এর পয়েন্টস মেজারমেন্ট ও গেটআপ সঠিকভাবে যাচাই করতে হবে। 
  • বিভিন্ন এক্সেসরিজ যেমন হ্যাংট্যাগ, পলি ও অন্যান্য বিষয়বস্তু চয়েজ বোর্ড অনুযায়ী সঠিক স্থানে লাগানো আছে কিনা সেগুলো যাচাই নিশ্চিত করতে হবে। 
  • গার্মেন্টসের ইনসাইড ও আউটসাইড চেক করতে হবে এবং ফাইভ পয়েন্টস এর ব্যালান্সিং যাচাই করা নিশ্চিত করতে হবে। 
  • ডিফেক্ট গার্মেন্টস গুলোর রেকর্ড রাখতে হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে এবং ডিফেক্ট সম্পর্কিত সকল তথ্য সুপারভাইজার কে নিয়মিত আপডেট দিতে হবে। 
  • একটি গার্মেন্টসের আয়রন, মেজারমেন্ট, গেটাপ ও ফোল্ডিং সঠিকভাবে কার্যকরী আছে কিনা সেগুলোর যাচাই নিশ্চিত করতে হবে। 
  • যে কোন প্রকার ডিফেক্ট সনাক্ত করতে হবে ও রিপেয়ার করা নিশ্চিত করতে হবে এবং লাইন কোয়ালিটি ইন্সপেক্টর ও সুপারভাইজারকে জানাতে হবে যাতে ডিফেক্ট সহজে প্রতিরোধ করা যায়। 

পণ্য উৎপাদনের সময় প্রতিটি ক্ষেত্রে কোয়ালিটির যাচাই নিশ্চিত করতে হয়। এক্ষেত্রে বায়ার পণ্যের গড় মান কেমন হতে পারে সে বিষয়ে একটি ধারণা নিতে পারে যা উৎপাদন পর্বের শুরু থেকে যাচাই করা হয় এবং এটি যিনি আমদানি করবেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে যাচাই পর্বটি খুবই ভালোভাবে নিশ্চিত করা হয় এবং যাতে কোন ভুল ত্রুটি ধরা পড়ে তবে তা ফ্যাক্টরি কর্তৃপক্ষকে জানিয়ে যত দ্রুত সম্ভব সমাধান নিশ্চিত করে অবশিষ্ট পণ্য তৈরি করা হয়। 

যখন সম্পূর্ন উৎপাদন সম্পন্ন হয় এবং প্রায় ৮০ শতাংশ উৎপাদিত পণ্যের প্যাকেজিং- এর কাজ শেষ হয় তখন দৈবচয়নের মাধ্যমে পণ্যের চূড়ান্ত নিশ্চিত করা হয়। পণ্য জাহাজীকরণ নিশ্চিত করার উদ্দেশ্যে এই যাচাইটি করা হয়। এভাবেই সম্পূর্ণ চুক্তির পণ্যগুলো নিশ্চিত করা হয় যাতে একজন কোয়ালিটির দায়িত্ব অনেক গুরুত্বপূর্ন হয়ে থাকে।

Leave a Comment