আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আনসার ব্যাটালিয়ন নিয়োগ সার্কুলার ২০২২ |  যোগদান করার জন্য কি কি যোগ্যতা লাগবে।

আজকের বিষয় –

  •  কি কি কাগজপত্র লাগবে।
  • কি ভাবে তারা যোগ্য প্রার্থী বাছাই করে।
  • সুযোগ-সুবিধা বেতন ভাতা।
  • সংগৃহীত নিকটবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি।

(১) নির্ধারিত সার্কুলারের  তারিখ অনুযায়ী :

  • বয়স : ১৮ থেকে ২২ বছর পর্যন্ত হতে হবে ।
  • বৈবাহিক অবস্থা : অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলে এই পদে আবেদন করা যাবে না ।
  • শিক্ষাগত যোগ্যতা: কোন শিক্ষিত ভোট হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

শারীরিক যোগ্যতা :

  • উচ্চতা (সর্বনিম্ন) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি ও উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি।
  •  ওজন (ন্যূনতম) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি ও উপযোগী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭. ১ ৭৩ কেজি।
  •  বুকের মাপ : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে ৩০ থেকে ৩২ ইঞ্চি ।
  • দৃষ্টিশক্তি : দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬

কোন দূরোরোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। তাই কোন দূরোরোগ্য ব্যক্তি আনসার ব্যাটালিয়নে আবেদন না করাই শ্রেয়।

অগ্রাধিকার : অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রীড়া  ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী (বিশেষ করে হকি খেলা/এথলেটিক্স-এ পারদর্শী) প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

(২) লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হয় :

  • প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের ফটোকপি জমা দিতে হয়।
  • প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয় সনদপত্রের মূল কপি।
  • প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি কাছে রাখতে হবে
  • অভিভাবকের সম্মতিসূচক সনদ পত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে।
  • প্রার্থীদের অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্র মতো পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে অর্থাৎ অবিবাহিত সনদপত্র থাকতে হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম পেন্সিল স্কেল ও ক্লিক বোর্ড সঙ্গে আনতে হবে।

(৩) প্রাপ্য ভাতা ও সুযোগ সুবিধা :

(দৈনিক) বিবরণ- সমতল এলাকা : 

  • দৈনিক/খোরাকী ভাতা =৩৬২.৬৬ টাকা
  • রেশন ভাতা =108.00 টাকা 
  • চিকিৎসা ভাতা=২২.০০ টাকা
  • ঝুঁকি ভাতা=২০.০০ টাকা
  •  যাতায়াত ভাতা=৫.০০ টাকা
  • ধোলাই ভাতা=৩.00 টাকা 
  • মোট=৫১৬.৬৬ টাকা 

অর্থাৎ মাসিক ১৫,৫০০ টাকা।

(দৈনিক) বিবরণ –পাহাড়ী এলাকা :

  • দৈনিক/খোরাকী ভাতা =৩৭৯.৩৩ টাকা 
  • রেশন ভাতা =১08.00 টাকা
  • চিকিৎসা ভাতা=২২.00 টাকা 
  • ঝুঁকি ভাতা= ২০.00 টাকা 
  • যাতায়াত ভাতা = ৫.০০ টাকা 
  • ধোলাই ভাতা= 3.00 টাকা 
  • মোট=৫৩৩.৩৩ টাকা 

অর্থাৎ মাসিক বেতন ১৬,০০০ টাকা।

এছাড়াও :

  • উৎসব ভাতা: ১০,০০০/- (দশ হাজার) টাকা হারে বছরে দুটি উৎসব ভাতা।
  • রেশন সামগ্রী: সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রোশন প্রতি মাসে দেওয়া হয়।
  • চিকিৎসা: অঙ্গীভূত বেটেলিয়ান আনসার অসুস্থ হলে নিজের এবং পরিবারের আপন সদস্যদের সরকারি হাসপাতালের চিকিৎসাবে কর্তৃপক্ষ বহন করবে।

প্রশিক্ষণকালীন ভাতা ও সুবিধা : 

  • দৈনিক ১৫০ টাকা ভাতা এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা।

অবসরকালীন ভাতা ও সুযোগ সুবিধা :

  • একনাগাড়ে ৫ বৎসর সন্তোষজনক অংগীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতিবছর চাকরিকালের জন্য ২ মাসের সমপরিমান ভাতা ( শুধুমাত্র দৈনিক / খোরাকী ভাতা ) হিসেবে সর্বোচ্চ ১২ মাসের দৈনিকভাতা গ্রাচ্যুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন।

মৃত্যুজনিত কারণে ক্ষতিপূরণ ও পারিবারিক অনুদান কর্মরত অবস্থায় কোন ব্যাটালিয়ন নিহত হলে তার পরিবার নিম্ন বর্ণনা কৃত হারে  অনুদান পাবেন : 

  • সকল ব্যাটালিয়ন আনসার সদস্যগণ কর্মরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুজনিত কারণে ৫০,০০০/- টাকা এবং দূর্ঘটনাজনিত মৃত্যুর কারণে দ্বিগুণ অর্থাৎ ১,০০,০০০/ টাকা জীবন বীমার সুযোগ বিদ্যমান।
  • বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোন ব্যাটালিয়ন আনসার সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হলে তার পরিবারকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং গুরুতর আহত হলে তাকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আর্থিক অনুদান হিসেবে প্রদান করা হবে।

আনসার ব্যাটালিয়ন স্থায়ীকরণ : 

  • ০৬ ( ছয় ) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনক ভাবে সমাপ্ত করতে হবে।
  • চাকরির মেয়াদ ০৬ ( ছয় ) বছর পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুসরণ পূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চাকরি স্থয়ী করা হবে। চাকরির স্থায়ী করার পর সে সম্পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে থাকে।

নিয়োগ বিজ্ঞপ্তি :

আনসার ব্যাটালিয়ান নিয়োগ ২০২২ এর সার্কুলার :

  • আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২২
  • চাকরির ধরন : সরকারি চাকরি
  • পদের নাম : আনসার ব্যাটালিয়ন
  • পদ সংখ্যা : ৪০০
  • যোগ্যতা : নূনতম মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ।
  • বয়স : ০৭/০৭/২০২২ তারিখে ১৮-২২ বছর হতে হবে
  • আবেদন প্রক্রিয়া : অনলাইন
  • আবেদন শুরু : ১৯ জুন ২০২২

আনসার ব্যাটালিয়ন পদে আবেদন করতে হলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা ইন্টানেটযুক্ত যে কোন কম্পিউটার থেকে আনসার ব্যাটালিয়ন এর ওয়েবসাইট ansarvdp.gov.bd থেকে আবেদন ফরম পূরণ করুন।

Leave a Comment