বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২২

বাংলাদেশ এয়ারফোর্স চাকরি পদের জন্য বাংলাদেশ বিমানবাহিনী একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে।  বাংলাদেশের সরকারি চাকরি করার আগ্রহী ব্যক্তিদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত রয়েছে।

বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা এখানে সমস্ত ডাটা এবং তথ্য বিস্তারিত আলোচনা করবো। বাংলাদেশের বিমান বাহিনী চাকরির প্রতি আগ্রহী প্রার্থীদের জন্য যেমন – কিছু উল্লেখযোগ্য যে, আবেদনের শুরুর তারিখ বা আবেদনের শেষ তারিখ বা আবেদনের বয়স সীমা বা চাকরির পরীক্ষার তারিখ ইত্যাদি।

সশস্ত্র বাহিনীর একটি বায়বীয় যুদ্ধ শাখা হলো বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করায় হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান দায়িত্ব। বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম আরেকটি দায়িত্ব হলো বাংলাদেশ নৌ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীকে বিমান সহায়তা প্রদান করা। এছাড়াও বিমানবাহিনী দেশে এবং বিদেশে বিভিন্ন দুর্যোগ মানবিক সহায়তা প্রদান করে থাকে। আর আমাদের এই বাংলাদেশের বিমান বাহিনী বিশ্ব শান্তি রক্ষার কার্যক্রমেও নিয়োজিত।

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ বিমান বাহিনী।

চাকরির ধরনঃ সরকারি চাকরি।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতাঃ

শিক্ষা প্রশিক্ষক (পুরুষ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান/গণিত/রসায়ন/ব্যবস্থাপনা/ইংরেজি (স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বর) বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।

সাইফার অ্যাসিস্টান্ট (পুরুষ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি/বিকম/বিএ (স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর) / সমমান-এ ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে।

টেকনিক্যাল ট্রেড (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান থাকতে হবে।

নন-টেকনিক্যাল (পুরুষ): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান থাকতে হবে।

এমটিওএফ (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.০ / সমমান থাকতে হবে।

প্রভোস্ট (পুরুষ ও মহিলা): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান থাকতে হবে।

চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা): এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান থাকতে হবে।

পিএফ এন্ড ডিআই (মহিলা): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান থাকতে হবে।

আইটি সহকারী (পুরুষ): ৪ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান থাকতে হবে।

জিসি (গ্রাউন্ড কম্বেটিয়ার্স) (পুরুষ): এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫ / সমমান থাকতে হবে।

খেলোয়াড় (টেকনিক্যাল) (পুরুষ): এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫/সমমান থাকতে হবে।

মিউজিশিয়ান (মহিলা):এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ ২.৫/ সমমান থাকতে হবে।

বিঃ দ্রঃ চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে MATS হতে ০৪ বছর মেয়াদি MATC সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে ২০২০ সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

দৈহিক ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতাঃ

জাতীয়তাঃ বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।

বয়সঃ

সকল ট্রেড : ১৬-২১ বছর (০২ এপ্রিল ২০২৩ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।

শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্টান্ট : সর্বোচ্চ ২৮ বছর (০২ এপ্রিল ২০২৩ তারিখে)।

এমটিওএফ ট্রেড: সর্বোচ্চ ২৪ বছর (০২ এপ্রিল ২০২৩ তারিখে)।

চিকিৎসা সহকারী : MATS সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত(০২ এপ্রিল ২০২৩ তারিখে)।

মিউজিশিয়ান: সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত(০২ এপ্রিল ২০২৩ তারিখে) শুধুমাত্র বাদ্যযন্ত্রে পারদর্শী প্রার্থীদের জন্য।

বৈবাহিক অবস্থাঃ

সকল ট্রেডঃ অবিবাহিত/অবিবাহিতা।

 শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্টান্ট ট্রেড: বিবাহিত/অবিবাহিত।

উচ্চতা (পুরুষ): 

সকল ট্রেড:  ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

প্রভোস্ট ও জিসি: : ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি।

উচ্চতা (মহিলা):

সকল ট্রেড : নূন্যতম ৫ ফুট থাকতে হবে।

প্রভোস্ট ও পিএফ এন্ড ডিআই : ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি থাকতে হবে।

ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

বুকের মাপ (পুরুষ):  ন্যূনতম ৩০ ইঞ্চি; প্রসারণঃ ২ ইঞ্চি।

বুকের মাপ (মহিলা): ন্যূনতম ২৮ ইঞ্চি; প্রসারণঃ ২ ইঞ্চি।

চোখঃ ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

বিশেষ সুযোগ সুবিধাসমুহঃ

বেতন ও ভাতাঃ প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৯,০০০/- (নির্ধারিত)। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্মপোষাক ও চিকিৎসাসহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

বিদেশ গমন: পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ রয়েছে।

উচ্চ শিক্ষাঃ বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে।

জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ রয়েছে।

বাংলাদেশ দূতাবাসঃ বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ রয়েছে।

সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)-এ অধ্যয়নের সুযোগ রয়েছে।

বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে।

রেশন: ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে।

আবেদনের শেষ তারিখঃ ৯,১১,১৩ সেপ্টেম্বর, ২০২২।

যোগদানের সম্ভাব্য তারিখঃ ২ এপ্রিল ২০২৩।

অনলাইনে আবেদনঃ https://joinairforce.baf.mil.bd/

অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ www.bfa.mil.bd

যাতায়াত ও বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান / হেলিকপ্টার /বাসযোগে যাতায়াতের সুযোগ রয়েছে। 

চিকিৎসাঃ সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শ্বাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।

আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের শিক্ষিত বেকারদের জন্য এটি একটি বিশাল চাকরির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। যদি আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে একজন আগ্রহী ব্যক্তি হন, তাহলে আপনার জন্য একটি সুসংবাদ হলো বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Air Force Job Circular 2022) প্রকাশিত হয়েছে। আর তার চেয়েও বড় একটি সুসংবাদ হলো এটি একটি সরকারি চাকরি। আর বর্তমানে সরকারি চাকরি পাওয়া খুব কঠিন একটি বিষয় তাই সুযোগটি অবশ্যই কাজে লাগাবেন।

আশা করি উপরোক্ত আলোচনা আপনাদের ভালো লেগেছে। পোস্টটি থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও এই তথ্যগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।

Leave a Comment