আপনার মূল্যবান ভোটটি দিন

কম দামে ভালো ফোন ২০২২ বাংলাদেশ

বাংলাদেশে দিন দিন বেড়ে চলছে হ্যান্ডসেট মোবাইল এর মূল্য। সেই হিসেবে একটু ভালো কোয়ালিটির মধ্যে একটি ভালো হান্ডসেট মোবাইল কিনতে গেলে মোটা অঙ্কের টাকা গুনতে হয় । এই বিষয় টি নিয়েই আজকে আমাদের প্রতিবেদন ,” কম দামে ভালো  ফোন ২০২২ বাংলাদেশ “।

আপনাদের সামনে কম বাজেট এর ভেতর ভালো কিছু হ্যান্ডসেট সাজেস্ট করবো আশা করি আপনি খুব উপকৃত হবেন ইনশাল্লাহ ।

হ্যান্ডসেট মোবাইল নম্বর ১ :

Walton primo GH11

  • এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ আইপিএস ডিসপ্লে এবং এই ডিভাইসের ব্যাক সাইটে রয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ । 
  • এটির প্রাইমারি ক্যামেরা লেন্স অর্থাৎ পেছনের ক্যামেরা হচ্ছে ১৩ মেগাপিক্সেল , সাথে দেওয়া হয়েছে 0.3 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 0.3 মেগাপিক্সেলের ডিপ সেন্সর ।
  • এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন বাজেট হিসেবে। 
  • এই ডিভাইস দিতে দেয়া রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা দিয়ে আপনি একদম ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো সেলফি ও তুলতে পারবেন। 
  • এই ফোনটির পাওয়ারের কথা বলতে হলে এখানে দেওয়া হচ্ছে Mediatek Helio A22 প্রসেসরটি । এই প্রসেসরটি একটু 12 ন্যানোমিটার । যা দিয়ে আপনি কিন্তু গ্রাজুয়াল কোয়ালিটির গেমিং করতে পারবেন এবং ভালো এক্সপেরিয়েন্স পাবেন যা এই বাজেট হিসেবে আশা করা যায় খুব ভালো হবে।
  • এই ফোনটিতে আউট অফ দা বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১২ এর গোল্ড ইডিয়েশন এবং সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • এখানে ব্যাটারি এর জন্য পাবেন 4200mah এর একটি ব্যাটারি এবং সাথে দেওয়া হচ্ছে ১০ ওয়ার্ড এর একটি ফাস্ট চার্জার।

এই ফোন টি কিছুটা ডিসকাউন্টে ২/৩২ জিবি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ৮১৯০ টাকায়। যাদের বাজেট ৮০০০ টাকার বরাবর তারা কিন্তু এই ডিভাইস টি নিতে পারেন।

হ্যান্ডসেট মোবাইল নম্বর ২ :

Infinix Hot 10 Play

  • এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেয়া হয়েছে 6.8 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে আর এই ফোনটির ব্যাক সাইটে দেওয়া হয়েছে ত্রিপল ক্যামেরা সেটআপ ।
  • এই ডিভাইসটির ব্যাক ক্যামেরায় আপনি পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সাথে থাকছে একটি ভালো মানের মেক্র লেন্স । এ ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন।
  • এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা । এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন।
  • পাওয়ারের কথায় আসলে এ ফোনটি দেওয়া হয়েছে Mediatek Helio G35 প্রসেসরটি যা 12 ন্যানোমিটার। এই প্রসেসর দিয়ে আপনি গ্রেজুয়াল মানের গেমিং যেমন : free fire , pubg mobile lite এগুলো খেলতে পারবেন কিন্তু নরমাল গ্রাফিক্স দিয়ে।
  • এই ফোনটির সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।
  • ব্যাটারির ক্ষেত্রে দেওয়া হয়েছে 6000mah এর একটি শক্তিশালী ব্যাটার সাথে দেওয়া হয়েছে 10w এর একটি ফাস্ট চার্জার ।
  • এই ফোন টির ৩/৩২ ভারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৯৯৯০ টাকায় এবং ৪/৬৪ ভারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১০৯৯০ টাকায়।

যারা ১০০০০ টাকা বাজেট এর ভেতরে একটি বড় ডিসপ্লে এবং ভালো ব্যাটারি সহ মোটামুটি মানের গেমিং এক্সপেরিয়েন্স নিতে চান তারা এই ফোনটি নিতে পারেন।

হ্যান্ডসেট মোবাইল নম্বর ৩ : 

Realme C20A

  • এই ফোনটি ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি মাপের একটি HD+ IPS ডিসপ্লে আর এই ফোনটিতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা সেট আপ যার লেন্স হচ্ছে 8 মেগাপিক্সেলের। এই ক্যামেরাটি দিয়ে আপনি  HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং মোটামুটি মানে ফটোগ্রাফি করতে পারবেন ।
  • এই ফোনটির পাওয়ার কথা বলতে গেলে এখানেও দেওয়া হয়েছে Mediatek Helio G35 প্রসেসরটি যা 12 ন্যানোমিটার । এই ফোনটা দিয়ে আশা করা যায় মোটামুটি ভালো গেম এক্সপ্রেস পাবেন নরমাল গ্রাফিক্সের ইউজ করলে।
  • এ ফোনটির ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000mah এর একটি ব্যাটারি সাথে রয়েছে 10w এর একটি ফাস্ট চার্জার ।
  • এ ফোনটির ২/৩২ জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৮৯৯০ টাকায়।

যাদের বাজেট ৯ হাজার টাকা বা এর কাছাকাছি তারা এই ডিভাইসটি নিতে পারেন আশা করা যায়।

হ্যান্ডসেট মোবাইল নম্বর ৪ :

Symphony Z45

  • এ ফোনটিতে ডিসপ্লের জন্য রয়েছে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS ডিসপ্লে  আর এই ফোন এর ব্যাক সেট আপ এ দেওয়া রয়েছে Dual camera সেটআপ।
  • ফোন টির ব্যাক ক্যামেরার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেল এর সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল এর একটি পোর্টেট লেন্স । এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সেলফির ক্ষেত্রে থাকছে 8 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা যা দিয়েও আপনি Full HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আশা করা যায় ভালো ফটোগ্রাফি করতে পারবেন।
  • এই ডিভাইস এ থাকছে Unisoc T610 প্রসেসর যা 12 ন্যানোমিটার যা দিয়ে মোটামুটি ভালো গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
  • এই প্রসেসরটির সাথে mediatek প্রসেসর এর তুলনা করলে এইটি mediatek helio G85 এর কাছাকাছি পারফরমেন্স করবে। ডিভাইসটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11।
  • ডিভাইসটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক ম্যানেডেড ফিঙ্গারপ্রিন্ট।
  • এটিতে ব্যাটারি থাকছে 5000mah এর একটি শক্তিশালী ব্যাটারি ও 10w এর একটি ফাস্ট চার্জার।
  • ডিভাইস এর ৪/৬৪ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ১০,৪৯০ টাকায় ।

যারা ১০ হাজার থেকে কিছু বেশি বাজেট দিয়ে ফোন কিনতে চান এবং ভালো গেমিং এক্সপেরিয়েন্স পেতে চান , তারা নিঃসন্দেহে এই ডিভাইস টি নিতে পারেন।

হ্যান্ডসেট মোবাইল নম্বর ৫ :

Xiaomi Redmi 10C

  • এ ফোনটিতে ডিসপ্লের জন্য রয়েছে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির একটি HD+ IPS ডিসপ্লে সাথে থাকছে কর্নিং গোরিলা গ্লাস প্রটেকশন। 
  • এই ফোন এর ব্যাক সেট আপ এ দেওয়া রয়েছে Dual camera সেটআপ।
  • ফোন টির ব্যাক ক্যামেরার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল এর সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল এর একটি ডিপ সেন্সর ।
  • এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সাথে মোটামুটি মানে ভালো ফটোগ্রাফি করতে পারবেন । 
  • সেলফির ক্ষেত্রে থাকছে 5 মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা যা দিয়েও আপনি Full HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন ।
  • ডিভাইস টির চিপসেট দেওয়া হয়েছে snapdragon 680 4G প্রসেসর যা 6 ন্যানোমিটার । আশা করা যায় হাই গ্রাফিক্স এও ডিভাইসটি মোটামুটি ভালো পারফরমেন্স দেবে ।এটি এই বাজেট এর মধ্যে সেরা গেমিং ফোন হিসেবে ধরা যায়।
  • ফোনটিতে রয়েছে 5000mah এর ব্যাটারি ও 10w এর একটি ফাস্ট চার্জার।
  • ডিভাইসটির ৪/৬৪ জিবি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ১৪১৯৯ টাকায় ।

যারা ১৪ হাজার এর আশেপাশে বাজেট রেখে ফোন কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন। মোবাইল ফোনের ক্ষেত্রে বাহ্যিক দৃশ্য দেখে নয় , ভেতরের অবস্থা দেখে কিনুন

Leave a Comment