এইচএসসি পাসে ব্যাংকের চাকরি

এইচএসসি পাসে ব্যাংকের চাকরিসারারণত আমাদের দেশে সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের ব্যাংক এ চাকুরি নিতে হলে নূন্যতম এইচএসসি পাসের প্রয়োজন হয় । আজকের প্রতিবেদনে এমনি কিছু সরকারি বা বেসরকরি ব্যাংক নিয়ে আলোচনা করবো যারা বিভিন্ন সময় নূন্যতম এইচএসসি যোগ্যতা সম্পন্ন লোকদের নিয়োগ দেয়।

গ্রামীণ ব্যাংক :

  • পদের নাম : শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক
  • বেতন স্কেল: গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫) এর ১৫তম গ্রেডের ৯৭০০-২৩৪৯০ টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদেরকে মাধ্যমিক স্কুল সার্টফিকেট/সমমান ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টফিকেট / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রতিটিতে নূন্যতম জিপিএ ৩.০০ হতে হবে।
  • বয়স: ৩১ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ।

প্রশিক্ষণ পদ্ধতি : সাময়িক নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংকে প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি পর্ব) প্রশিক্ষণ গ্রহণ করবেন। এক্ষেত্রে প্রথম পর্বে মাসিক ১,০০০ টাকা (স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের সফলভাবে সমাপ্তকারীদেরকে দ্বিতীয় পর্বে ১০,০০০ টাকা (স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে |

দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে নিয়রিয়া পরীক্ষার অংশগ্রহণ করতে হবে, উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদেরকে গ্রামীণ ব্যাকের বেতন কাঠামো (২০১৫) এর ১৫তম থেকে ১৭০০০ হাজার থেকে ২৩৪৯০ টাকার বেতন ভেদে স্থাপনে নিয়োগ দেয়া হবে।

তাদেরকে প্রশিক্ষণকালীন এবং তৎপরবর্তী সময়ে প্রতি কর্মদিবসে ২০০/- টাকা করে লাভ ভাতা প্রদান করা হবে। তা নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকুরি থেকে অন্যামতি দেয়া হবে।

ব্র্যাক ব্যাংক :

বাংলাদেশে এসএমই ব্যাংকিং এর অগ্রগামী ব্যক্তি এবং ব্যবসায়িক বাজারের সমস্ত পরিষেবা প্রদান করে থাকে ব্র্যাক ব্যাংক । দেশের সেরা ব্যাংক হওয়ার আকাঙ্খা এবং স্বচ্ছতা বজায় রাখে ব্র্যাক ব্যাংক ।

  • কর্মক্ষেত্র : অফিসে কাজ
  • শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান
  • অতিরিক্ত আবশ্যক : প্রতিবন্ধী ব্যক্তি আবেদন করতে উৎসাহিত করা ।
  • চাকরি স্থল : কক্সবাজার(টেকনাফ, লাঠিয়াল)
  • বেতন : আলোচনা সাপেক্ষে
  • ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা : সপ্তাহে দুই দিন ছুটি, বীমা

কর্মসংস্থান ব্যাংক :

এইচএসসি পাসে চাকরির সুযোগ দিচ্ছে রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংক । ডেটা এন্ট্রি অপারেটর পদে আগ্রহী হলে আবেদন করতে পারেন।

  • পদের নাম : ডেটা এন্ট্রি অপারেটর
  • পদ সংখ্যা : ১৭৭
  • যোগ্যতা : প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে । কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।প্রার্থীর কম্পিউটার বা ডেটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ৬ মাসের প্রশিক্ষণের সনদ থাকতে হবে। প্রার্থীকে কর্মসংস্থান ব্যাংকের স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
  • বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা

ব্যাংক এশিয়া :

  • পদের নাম : কাস্টমার সার্ভিস অফিসার (Liability) Dhaka uddan agent out let bank asia Ltd.
  • পদ সংখ্যা : অনির্দিষ্ট
  • কর্মসংস্থানের অবস্থা : ফুল-টাইম
  • শিক্ষাগত প্রয়োজনীয়তা : এইচএসসি/ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
  • অতিরিক্ত আবশ্যক : বয়স সর্বোচ্চ 28 বছর
  • বয়স : বয়স সর্বোচ্চ 28 বছর
  • Job Location : Dhaka (Mohammadpur)
  • বেতন : আলোচনাসাপেক্ষে
  • লিঙ্গ : পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন

কাজের দায়িত্বগুলি : দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে নির্ধারিত লক্ষ্য অর্জন করুন বিভাগ / এজেন্ট আউট লেট. উদ্বৃত্ত গোষ্ঠী থেকে তহবিল সংগ্রহের সাথে অ্যাকাউন্ট খোলার কার্যক্রম চিহ্নিত করা। ঋণ প্রদান এবং EMI সংগ্রহের জন্য কার্যকলাপ চিহ্নিত করা। সম্মতি বজায় রেখে এজেন্ট ব্যাংকিং সেন্টারে মসৃণ ব্যবসা পরিচালনা নিশ্চিত করা |

এজেন্ট ব্যাংকিং এর দৈনন্দিন কার্যক্রম অনুসরণ করুন এবং প্রধানের সাথে যোগাযোগ করা | কোনো নির্দেশ / পরিপত্র / নির্দেশিকা সংক্রান্ত অফিস | আর্থিক সাক্ষরতার প্রচারের জন্য স্থানীয় সম্ভাব্য গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলাব্যাংক নীতির সমতুল্য প্রতিটি গ্রাহককে যথাযথ পরিষেবা প্রদান করা নিশ্চিত করুন। রিপোর্টিং এবং যথাযথ MIS বজায় রাখা ।

পুরুষ এবং মহিলা উভয়কেই বিপণনের দায়বদ্ধতার সাথে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে । ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়। আবেদনকারীদের ব্যাংকে অভিজ্ঞতা থাকতে হবে বা আর্থিক প্রতিষ্ঠান থাকতে হবে।

বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ

শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা : প্রার্থীর ফিন্যান্স এন্ড ব্যাংকিং / হিসাব বিজ্ঞান / ব্যবস্থাপনা / মার্কেটিং /অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে অথবা এইচ.এস.সি পরীক্ষা পাশের পর উল্লিখিত বিষয়ে চার বৎসর মেয়াদী শিক্ষাসমাপনী ডিগ্রী অথবা সমমানের ডিগ্রী থাকতে হবে। প্রার্থীকে কোন বাণিজ্যিক ব্যাংকে উপ-মহাব্যবস্থাপক পদে ন্যূনতম ২ (দুই) বৎসর চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে ।

  • বয়স সীমা : ০১/০৮/২০২২ তারিখ পর্যন্ত সর্বোচ্চ ৪০-৫০ বৎসর।
  • বেতন স্কেল : রাষ্ট্রায়ত্ব তফসিলী ব্যাংকের মহাব্যবস্থাপকের বেতন স্কেল।

Leave a Comment