আপনার মূল্যবান ভোটটি দিন

স্বপ্নে সাপ দেখার ইসলামিক ব্যাখ্যা

আপনি কি কখনও সাপের স্বপ্ন দেখেছেন? এই ধরুন, চার দিক থেকে এঁকেবেঁকে নানা প্রজাতির সাপ ধেয়ে আসছে। কেউ হয়ত দু’ফাক করা জিভ বার করে আপনার ঘ্রাণ নিচ্ছে। অথবা কেউ আবার উদ্যত হয়ে ফোঁস ফোঁস করছে ছোবল মারতে। আর আপনি পালানোর চেষ্টা করেও পালাতে পারছেন না। 

আবার কখনও হয়ত এমন স্বপ্নও দেখেছেন, সাপকে পিটিয়ে মারার প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। আর যদি মেরেও ফেলেন তা হলে সব সময় একটা ভয় কাজ করছে। এমন সব স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠেও সেই স্বপ্নের রেশ থেকে যায়। মনের ভিতর দুশ্চিন্তা কাজ করতে থাকে। 

সাপ স্বপ্ন দেখার অনেক তাবির রয়েছে। যে প্রাণিটি বাস্তবে দেখলে সকলেই ভয় পায়, অধিকাংশ মানুষ সে প্রাণিটি স্বপ্নে দেখেন আর প্রাণীটির নাম হল সাপ, এর তাবিরও অনেক রকম রয়েছে, তবে এর মুল যে তাবির তা কখনো ভলো হয় না, মুয়াব্বির বা ব্যাখ্যাকারগণ স্বপ্নে সাপ দেখার তাবির ভালো নয় বলে উল্লেখ করেছেন। 

সাপ দুশমনের আলামত, এর আরেকটি তাবির হল প্রতিবেশী আপনাকে হিংসা করবে, যদি কেহ স্বপ্নে সাপ দেখে ফেলে তাহলে তার উচিত আল্লাহ বারোহে দুশমন থেকে হেফাজতের দোয়া করা এবং কিছু সদকাহ খয়রাত করা উচিত।

হয়তো, কিছু সাপ থাকে শুকনাতে আর কিছু সাপ থাকে পানিতে, যদি কেউ পানির সাপ স্বপ্নে দেখে তার ব্যাখ্যা হলো, এর দ্বারা কোন জালেম যবরদখল কারীর সাহায্যকারী বুঝায়।

কেউ যদি স্বপ্নে নিজেকে সাপের মালিক দেখে তাহলে সে ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হবে রাজত্বি পাবে। আর কেউ যদি উড়ন্ত সাপ স্বপ্নে দেখে তার তাবির হল সে ব্যক্তি সফরে বের হবে। আর যদি তার ঘরের কেউ সফরে বের হওয়ার নিয়ত করে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি সফরে বের হবে।

কেউ যদি স্বপ্নে সাপকে মারতে দেখে সেটার ব্যাখ্যা হলো দুষমনের উপর জয়ি লাভ করবে অর্থাৎ দুশমনকে ঘায়েল করবে। আর যদি দেখে থাকেন যে, কোন সাপকে মাঝখানে মেরে দু টুকরা করে দিল, এর তাবির হল সে ব্যক্তি ইনসাফ বা ন্যায়বিচার করবে।

কালো সাপ স্বপ্ন দেখার অর্থ হলো বেশী ক্ষতিকারন দুশমন। আর কোন কোন ব্যাখ্যাকারি কালো সাপকে শক্তিশালি চৌকিদার বর্ণনা করেছেন যে, চৌকিদার আপনাকে হেফাজত করবেন। সাদা রং এর সাপ স্বপ্ন দেখার অর্থ হলো দুর্বল দুশমন। আর হলুদ রং এর সাপ স্বপ্ন দেখার অর্থ হলো সে অল্প দিনের মধ্যে কোন রোগে আক্রান্ত হবে।

এ সম্পর্কিত তথসমুহ নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ 

(১) স্বপ্ন: স্বপ্নে বড় সাপ দেখার অর্থ

ইসলামিক ব্যাখ্যা: তার শত্রু বড় হবে, অনেক শক্তিশালী হবে।

(২)স্বপ্ন: স্বপ্নে ছোট সাপ দেখার অর্থ। 

ইসলামিক ব্যাখ্যা: তার শত্রু হবে কম শক্তিশালি ও অপেক্ষাকৃত দুর্বলা।

(৩)স্বপ্ন: স্বপ্নে সাপের সাথে মারামারি কিংবা যুদ্ধ দেখার অর্থ। 

ইসলামিক ব্যাখ্যা: বাস্তব জীবনে শত্রুর সাথে জগড়া বিবাদে জড়ানো।

(৪) স্বপ্ন: স্বপ্নে সাপের সাথে যুদ্ধে জয়ী হওয়ার অর্থ।

ইসলামিক ব্যাখ্যা: বাস্তব জীবনে শত্রুর সাথে জয়ী হওয়া।

(৫) স্বপ্ন: স্বপ্নে সাপের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার অর্থ।

ইসলামিক ব্যাখ্যা:  বাস্তব জীবনে শত্রুর কাছে পরাজিত হওয়া।

(৬) স্বপ্ন: স্বপ্নে সাপে কাটার অর্থ ।

ইসলামিক ব্যাখ্যা: সাপে কাটার ব্যাথার অপর নির্ভর করে শত্রু পক্ষ থেকে সে আঘাত ও খাতনাপ্রাপ্ত হবে।

(৭)স্বপ্ন: স্বপ্নে সাপ হত্যা করার অর্থ।

ইসলামিক ব্যাখ্যা: বাস্তব জীবনে শত্রুর উপর সে বিজয়ী হবে।

(৮) স্বপ্ন: স্বপ্নে সাপকে দুই টুকরা করে ফেলেছে অর্থ।

ইসলামিক ব্যাখ্যা: বাস্তব জীবনে একইভাবে আপন শত্রুকে সে দ্বিখণ্ডিত করে ফেলবে।

(৯) স্বপ্ন: স্বপ্নে কেউ সাপের ভয়ে ভীত বিহ্বল, অথচ সাপটি সে চোখে দেখছে না।

ইসলামিক ব্যাখ্যা: বাস্তব জীবনে সে শত্রুর অনিষ্ট থেকে সে নিরাপদে থাকবে।

(১০)স্বপ্ন: স্বপ্নে যদি কেউ দেখে তার ঘরে সাপ ঢুকেছে

ইসলামিক ব্যাখ্যা: বাস্তব জীবনে তার কোন নারী বা কোন আত্মীয় তার শত্রু হওয়া নিদর্শন।

(১১) স্বপ্ন: স্বপ্নে যদি কেউ দেখে তার ঘর থেকে সাপ বের হয়ে গেছে। 

ইসলামিক ব্যাখ্যা: এটা কোন দূরবর্তী আত্মীয় তার শত্রু হওয়ার অর্থবোধক।

(১২) স্বপ্ন: কেউ যদি দেখতে পায় তার মলদ্বার, কান অথবা পেট থেকে সাপ নির্গত হয়েছে।

ইসলামিক ব্যাখ্যা: তাহলে তার আপন সন্তানদের মধ্য থেকে কেউ শত্রু হবে অথবা আছে।

(১৩) স্বপ্ন: কেউ যদি স্বপ্নে দেখে সে সাপের বন্ধু হয়েছে।

ইসলামিক ব্যাখ্যা: তাহলে এটা তার শত্রু নয়, বরং রাজত্ব ও নেয়ামতপ্রাপ্তির আলামত। সাপের অবয়ব আকৃতি যত বড় হবে, সে অনুপাতে তার প্রভুত্ব ও কর্তৃত্ব বিস্তৃত হবে ও নেয়ামত বুদ্ধি পাবে।

(১৪) স্বপ্ন: কালো বর্ণের সাপ দেখলে।

ইসলামিক ব্যাখ্যা: বাস্তবে এটি সেনাপতি হিসেবে তার সৈন্য পরিচালনার নিদর্শন।

(১৫) স্বপ্ন: স্বপ্নে সাদা বর্ণের সাপ দেখলে। 

ইসলামিক ব্যাখ্যা: বাস্তবে এটি অদৃষ্ট ও সৌভাগ্যের নিদর্শন।

(১৬) স্বপ্ন: যদি স্বপ্নে মসৃণ-তৈলাক ও নরম তুলতুলে সাপের মালিক হয়েছে, এমন স্বপ্ন দেখলে।

ইসলামিক ব্যাখ্যা : বাস্তবে এটা শাহী ভান্ডারের মধ্য হতে কোন ধন-ভাণ্ডার লাভ করার পূর্ব লক্ষণ। 

Leave a Comment