এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আপনারা যারা আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী তারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে পারেন ।নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল যোগ্যতাসম্পন্ন নাগরিকগণ আবেদন করতে পারবেন ।

আমরা অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির মতো আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । আপনারা যদি আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান ,তাহলে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন আশা করি উপকৃত হবেন ।

আপনি কি আশা এনজিওতে চাকরি করতে আগ্রহী ? যদি আগ্রহী হন তাহলে আমাদের আলোচনাটি পরে ফেলুন । আশা ১৯৭৮ সালে দরিদ্র জনগোষ্ঠীদের আর্থ্য সামাজিক উন্নয়ন ও দরিদ্র বিমোচনের লক্ষ্যে যাত্রা শুরু করে । অন্যান্য এনজিওর মধ্যে আশা এনজিওটি অন্যতম । আশা এনজিও তে চাকরি করতে চান তারা আমাদের প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন ।

বিজ্ঞপ্তি ১ :

“আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্র” ও “আশা-ম্যাস” -এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্রের আহ্বান করা হয়েছে ।

  • পদের নাম ও সংখ্যা : মেডিকেল অফিসার-কাম- লেকচারার ০২ (দুই) জন নেওয়া হবে ।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ উল্লেখিত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাশ থাকতে হবে। সংশ্লিষ্ট পদে ক্লিনিক বা হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। হালনাগাদ বিএমডিসি রেজিষ্ট্রেশন থাকতে হবে।
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত । 
  • বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিঃ মাসিক বেতন সর্বসাকুল্যে ৫৫,০০০/- টাকা। 

১ বছর শিক্ষানবিশকাল।  শিক্ষানবিশকালে মাসিক স্থিরকৃত বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পি.এফ ও সার্ভিস বেনিফিট সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা, এমপ্লয়ীজ গ্রুপ বেনিফিট ফাও ইত্যাদি প্রযোজ্য হয়ে থাকে 

কর্মস্থলঃ “আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্র “, নোমান নগর, দক্ষিণ নরপতি, চুনারুঘাট, হবিগঞ্জ। কর্মস্থলে সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প খরচে আবাসনের ব্যবস্থা রয়েছে ।

আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলী সমূহ :

উক্ত পদের জন্য ২ জন মহিলা ডাক্তার নেয়া হবে তবে, স্বামী/স্ত্রী একত্রে আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়ে থাকে । আগ্রহী প্রার্থীদেরকে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি ও ৫ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেট লাগানো ফেরত খামের উপর প্রার্থীর বর্তমান ঠিকানা লিখে প্রেসিডেন্ট, আশা বরাবর ২৫/০৮/২০১২ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ পত্রের ফটোকপি জমা দেয়ার প্রয়োজন নেই। তবে সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের মূলকপি দেখাতে হবে। নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে-যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেয়া হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।

বিজ্ঞপ্তি ২ :

সম্প্রীতি কিছু দিন আগে আশা এনজিওতে ৬৯১ পদে ৪ ক্যাটেগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।

  • পদের নাম : লোন অফিসার
  • পদসংখ্যা : ২০০ জন
  • শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান
  • বেতন : ২৭,২০০ টাকা
  • পদের নাম : কেন্দ্র পরিদর্শকর্শ ।
  • পদসংখ্যা : ৬৪ জন ।
  • শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান।
  • বেতন : ২৫,০০০ টাকা ।
  • পদের নাম : কম্পিউটার অপারেটর (বাংলা-২০ ইংরেজিতে-৩০ টাইপের গতি) ।
  • পদসংখ্যা : ৩২৭ জন ।
  • শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান ।
  • বেতন : ২৩,০০০ টাকা ।
  • পদের নাম : মাঠ সংগঠক
  • পদসংখ্যা : ১০০ জন
  • শিক্ষাগত যোগ্যতা : জেএসসি/সমমান
  • বেতন : ২১,৫০০ টাকা

সাক্ষাৎকারের সময় সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০ (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেয়া হবে।

কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ প্রক্রিয়ার জন্য ডাকা হবে। আশা এনজিওতে আবেদনের শর্তা বলী প্রথম ০১ বছর শিক্ষানবিশকাল হিসেবে চাকরি করতে হবে। শিক্ষানবিশকালীন এক বছর মাসিক স্থিরকৃত বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করাসহ পিএফ ও সার্ভিসর্ভি বেনিফিট সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা, এমপ্লয়ীজ গ্রুপ, বেনিফিট ফান্ড ইত্যাদি প্রযোজ্য হবে। প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী এবং সদালাপি হতে হবে। 

আবেদন মাধ্যমে আবেদন পাঠাতে হবে। আবেদনের সঙ্গে কোন সনদপত্রের ফটোকপি জমা দেয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে সাক্ষাতকারের সময় মূল শিক্ষা সনদ, অভিজ্ঞতার সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে), NID কার্ড ইত্যাদি সঙ্গে আনতে হবে।

নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেয়া হবে। এই নিয়োগটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে প্রকাশিত হলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

যে কোনো প্রকার কর্মসংস্থানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজন হলে কমেন্টে লিখে রাখুন । আশা করি নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবো ।

Leave a Comment