আপনার মূল্যবান ভোটটি দিন

রেডমি নোট ১১এস ফোনের দাম বাংলাদেশ 

বর্তমানে আমাদের দেশের মার্কেটে শাওমি ব্র্যান্ডের রেডমি সিরিজের ডিভাইস গুলো খুব চলছে । মিডিয়াম বাজেট এর ভেতরে এই রেডমি সিরিজ এর ফোন গুলো খুব ভালো পারফম্যান্স দেয়। আজ আমরা রেডমি সিরিজ এর Xiaomi Redmi Note 11S  ডিভাইসটি নিয়ে আলোচনা করবো ।

Xiaomi Redmi Note 11S ডিভাইসটি অফিসিয়াল ভাবে বাংলাদেশ প্রথমবারের মতো রিলিজ হয়েছে ৯ ফেব্রুয়ারি,২০২২। 

ফোনটি  তিনটি কালারের পাওয়া যায় । যথা : Graphite Gray, Pearl White, Twilight Blue

Sim card slot : সিম কার্ড এর ক্ষেত্রে আমরা পাচ্ছি Dual Nano SIM যা 2G,3G ও 4G ক্ষমতা সম্পন্ন।

WLAN :

Wifi এর ক্ষেত্রে আমরা পাচ্ছি dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot এবং Bluetooth এর দিকে খেয়াল করলে আমরা পাচ্ছি  v5.0, A2DP, LE । ডিভাইসটিতে রয়েছে Radio(FM) , OTG , USB type-C(v2.0),NFC(Market dependent) এবং Infrared । এইখানে সাথে আরও থাকছে A-GPS, GLONASS, BDS, GALILEO । 

BODY :

ডিভাইসটি Gorilla Glass 3 frontplastic body সম্পন্ন । ডিভাইসটির ওজন ১৭৯ গ্রাম এবং এর ডেমেনশন হচ্ছে 159.9 x 73.9 x 8.1 millimeters । কন্ঠে সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ নয়, তবে এটিতে রয়েছে  IP53, dust and splash protection   

DISPLAY :

ডিভাইসটি স্ক্রিনটি ৬.৪৩ ইঞ্চি এবং Punch-hole স্টাইলে গঠন করা হয়েছে । ডিসপ্লেটি Full HD+ 1080 x 2400 pixels (409 ppi) রেজুলেশন সম্পন্ন। ডিসপ্লেটি AMOLED Touchscreen টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে , সাথে থাকছে Corning Gorilla Glass 3 প্রটেকশন। ডিসপ্লের ফিচারস হিসেবে থাকছে 90Hz refresh rate, 1000 nits max. brightness

BACK CAMERA :

প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে আমরা পাচ্ছি Quad 108+8+2+2 Megapixel এবং ভিডিও রেকর্ডিং হবে Full HD (1080p) । ফিচারস হিসেবে থাকছে PDAF, LED flash, f/1.9, 1/1.52″, 0.7µm, ultrawide, macro, depth & more

FRONT CAMERA :

সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 Megapixel এর একটি ক্যামেরা যাতে Full HD (1080p) ভিডিও রেকর্ডিং করা যাবে । ফিচারস হিসেবে থাকছে F/2.5, HDR, 1/3.06″ 1.0µm & more

BATTERY :

ব্যাটারি হিসেবে থাকছে Lithium-polymer 5000 mAh (non-removable) এবং ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে থাকছে 33W Quick Charge 3+ (100% in 58 min) – Power Delivery 3.0

STORAGE AND PERFORMANCE :

ডিভাইসটির অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11 (MIUI 13) ও চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G96 (12 nm) । ডিভাইসটির Processor হচ্ছে Octa core, up to 2.05 GHz এবং

GPU হচ্ছে Mali-G57 MC2 । র‍্যাম ও রোম এর দিকে খেয়াল করলে আমার পাচ্ছি 6 / 8 GB র‍্যাম ও 128 GB (UFS 2.2)  রোম বা ডিভাইস স্টোরেজ ।

আরও সাথে থাকছে MicroSD Slot যা একটি  Dedicated slot । 

SOUND QUALITY :

ডিভাইসটিতে স্পিকারের জন্য রয়েছে 3.5mm Jack এবং ফিচারস হিসেবে সাথে থাকছে Loudspeaker ( stereo speakers ) , 24-bit/192kHz audio । ডিভাইসটিতে সিকিউরিটির জন্য থাকছে Fingerprint Side-mounted , face-unlock

ডিভাইসটিতে যেসব সেন্সর রয়েছে তা হচ্ছে

Fingerprint, Accelerometer, Gyroscope, Proximity, E-Compass ।

xiaomi redmi note 11s এর কিছু ভালো দিক সমূহ

  • প্রাইসের মধ্যে এর ডিজাইনটি খুব আকর্ষণীয়
  • ডিভাইসটির ডিসপ্লেটি সম্পূর্ণ ভাবে HD+ 90Hz AMOLED ডিসপ্লে
  • এই প্রাইজে খুব ভালো মানের ক্যামেরা
  • ৫০০০ mah বড় ব্যাটারি, 33W দ্রুত চার্জিং ক্ষমতা সম্পন্ন
  • উন্নত মানের অডিও গুণমান ক্ষমতা
  • Android 11, খুব ভালো এক্সপেরিয়েন্স দেওয়ার মতো এবং অপটিমাইজড UI যা এই ডিভাইসটির আরেকটি ভালো দিক

xiaomi redmi note 11s এর কিছু খারাপ দিক

  • এটিতে প্লাস্টিক বডি রয়েছে
  • কোন প্রকার 4k ভিডিও রেকর্ডিং করা যাবে না
  • সব মিলিয়ে প্রাইসটা আরেকটু কম হলে ভালো হতো

Xiaomi redmi 11s বিভিন্ন তথ্য, কোয়ালিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে । আশা করি ডিভাইস টা আপনাদের ভালো লাগবে আপনার যদি মোবাইলটি কিনতে চান তাহলে কিনতে পারেন ।

তবে ডিভাইসটি কিনার আগে অবশ্যই অনলাইনে চেক করে নিবেন । কারণ , প্রতিনিয়ত মোবাইল ফোনের দাম বেড়ে যায় অথবা কমে যায় , সেদিকে একটু খেয়াল রাখবেন ।

যেকোনো মডেলের ফোনের বিস্তারিত তথ্য লাগলে কমেন্টে মডেলটি লিখেন । শতভাগ নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব।

Leave a Comment