আপনার মূল্যবান ভোটটি দিন

শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম

শারজাহ ক্রিকেট স্টেডিয়াম অতীত ঐতিহ্য | ১৬ হাজার  ধারণক্ষমতাও শারজায় স্টেডিয়াম অপেক্ষায় ব্যাট বলের লড়াইয়ে মাঠে সবুজ ঘাসের সঙ্গে পরতে পরতে মিশে সম সাময়িক ইতিহাস ঐতিহ্য | 

১৯৮২ সালে তৈরি হওয়া স্টেডিয়ামের প্রেসবক্সে বক্সের আসন সংখ্যা সীমিত গ্যালারির | গ্যালারিতে অবস্থিত এই প্রেসবক্সে ধারণক্ষমতা মাত্র ৩০ থেকে ৩৫ জন সাংবাদিক | ৩০ থেকে ৩৫ জন সাংবাদিক একসাথে খেলা কাভার করতে পারেন | শারজাহ  ক্রিকেট স্টেডিয়ামের বেশিরভাগ সময়ই  দেখা গিয়েছে আগে ব্যাট করা দল বেশিরভাগ ম্যাচ জিতেছে |

শারজাহ ক্রিকেট  স্টেডিয়াম
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

এখানে সর্বোচ্চ রান আফগানিস্তান এবং জিম্বাবুয়ের ম্যাচ এর আফগানরা তুলেছিল ২১৫ রান সর্বোচ্চ | নেদারল্যান্ড শ্রীলংকার বিপক্ষে ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল নেদারল্যান্ড | সংযুক্ত আরব আমিরাতের শারজায় স্টেডিয়াম এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে T20 এর ১২ টি ম্যাচ |

ঐতিহাসিক শারজাহ ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট বিশ্বের এক অনন্য নিদর্শন | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম রোমাঞ্চিত করে প্রতিটি ক্রিকেটপ্রেমীকে | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম একসময়ের ক্রিকেটের প্রাণকেন্দ্র ছিল আগের সেই জৌলুস এখন আর নেই |

কিন্তু ক্রিকেট প্রেমীদের হৃদয়ে স্থান করে আছে এই স্টেডিয়াম | কিংবদন্তির সাক্ষী এই মাঠ ভারতের বিপক্ষে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ছিল | অস্ট্রেলিয়ার স্পর্শ করা ১৮৯ রান ইনিংস কালের সাক্ষী হয়ে আছে শারজাহ  ক্রিকেট স্টেডিয়াম টি |

আগে প্রাণ কেন্দ্রে থাকা শারজাহ  ক্রিকেট স্টেডিয়াম টি এখন আর নেই | এখন শারজাহ  ক্রিকেট স্টেডিয়ামের বদলে ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কেন্দ্রীয় স্টেডিয়াম হয়ে গেছে |

ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর মতো আধুনিক সুযোগ-সুবিধা নেই | শারজাহ  ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা মাত্র ১৬ হাজার | বিশ্বকাপের জন্য দর্শক ধারণ ক্ষমতা আরো কমেছে | প্রেস বক্সও একেবারেই ছোট তারপরও এ মাঠে পা রাখলেই যে কাউকে পেয়ে বসবে নস্টালজিয়া |

বাংলাদেশ দল এই ভেন্যুতে পাঁচটি ওয়ানডে খেলেছে যার সব শেষটা ছিল ২৬ বছর আগে | ঐতিহাসিক এই মাঠে খেলা রোমান্স নিশ্চিতভাবেই ছুয়ে যাবে প্রতিটি ক্রিকেটারকে | ভক্তদের মাঝে অন্য কোন অংশে কম নয় |

প্লেয়াররা  ২০ বছরের ভিতরে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলে নাই | বিশ্বের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন এর রেকর্ডটা এখনো শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের | সংখ্যার হিসেবে সেটা ২৪০ | আরব আমিরাত ক্রিকেট দল টেস্ট মর্যাদা না পেলেও আবুধাবি দুবাই এর মত এ মাঠও টেস্ট স্বীকৃত |

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ৯ টি টেস্ট  ম্যাচ | ২০২১ সালে বিশ্বকাপের আয়োজক এর মর্যাদা যুক্ত হলো শারজায় স্টেডিয়ামের | আরব আমিরাতের সর্বাধিক উন্নত একটি ক্রিকেট স্টেডিয়ামের হল শারজাহ ক্রিকেট স্টেডিয়াম | ২০২১ টি-টোয়েন্টি আইসিসি ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে |

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামটি মূলত ১৯৮০ সালের প্রথম দিকে নির্মিত হয়েছিল | আনুমানবিক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামটি  বয়স প্রায় ৪০ বছরেরও বেশি | অনেক বছর ধরেই আরো উন্নত করা হচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামটি | 

২০১০ সালের স্থানীয় ক্রিকেট পৃষ্ঠপোষক  আব্দুল রহমান বুখারীর আদেশে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম একদিনের আন্তর্জাতিক এবং প্রথম ম্যাচেই আফগানিস্তান ক্রিকেট দলের জন্য স্থানীয় মাঠে পরিণত হয় | ২০১০ সালের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর উদ্বোধন এর  সাথে সাথে আরব আমিরাতের প্রধান মাঠের  খেতাব হারায় এই মাটি |

আন্তর্জাতিক স্তরে পাকিস্তান গিয়ে ম্যাচ খেলতে অনেক দেশ অপারগ হওয়ায় আইসিসি তাদের কিছু কিছু ঘরের ম্যাচ আয়োজন করেন | এর পরবর্তীতে ১৯৮৪ এবং ২০১৭ সালের মোট  ২৩১ টি ওডিআই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে |

ইতিহাসের আজ পর্যন্ত সবথেকে বেশি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেই | তিন বা চারটি আন্তর্জাতিক দলের সমন্বয়ে বাণিজ্যিকভাবে ওডিআই প্রতিযোগিতা আয়োজন করা হয় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে | শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে একটি বিস্ময়কর মজার বিষয় হল এই যে ২০১১ সালের সর্বাধিক সংখ্যক ওডিআই ম্যাচের হোস্ট হিসেবে রেকর্ড করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের  অন্তর্ভুক্ত হয় |

কতটা উন্নত শাহবাগ ক্রিকেট স্টেডিয়াম এই বিষয়ে বলতে গেলে শুরুতে চলে আসে ধারণ ক্ষমতা দিয়ে এই বাড়তি ধারণ ক্ষমতা হলো ১৬ হাজার দর্শক | একসাথে ১৬ হাজার দর্শক ম্যাচ | উপভোগ করতে পারবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে | শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আছে অত্যাধুনিক বিলাসবহুল চেয়ার |

প্লাস্টিক চেয়ার এখন বদলে গেছে হয়েছে ভিআইপি চেয়ার | অবশ্য খোলা বাতাসে ওর ব্যবস্থা আছে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে | পেছনের দিকে গাছ ঘেরা রুমে এয়ারকন্ডিশনে বসেও খেলা দেখা যাবে | এদিকে অত্যাধুনিক সব স্টেডিয়ামে এখন লিফটের এর ব্যবহার থাকলেও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওপরে ওঠার জন্য রয়েছে আশির দশকের প্রশস্ত সিঁড়ির | সিঁড়ি বেয়ে তিন তলায় উঠলেই ডাইনিং | ডাইনিং সামনে রেখে ডান দিকে কিছু এগুলো প্রেসবক্স |

Leave a Comment