বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২

আপনার মূল্যবান ভোটটি দিন

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হয়েছে , প্রবেশপত্র চলছে ( B ও C ইউনিট এর ক্ষেত্রে )।

(১) গুচ্ছ

  • আবেদন ফি ( ইউনিট প্রতি ) : ১৫০০ টাকা

পরীক্ষার তারিখ :

  • A ইউনিট ৩০ জুলাই ২০২২
  • B ইউনিট ১৩ আগস্ট ২০২২
  • C ইউনিট ২০ আগস্ট ২০২২

জেনে রাখুন : গত বছর অর্থাৎ ২০২০-২১ সালের গুচ্ছর ভর্তি পরীক্ষায় কোন প্রকার পাস নম্বর নির্ধারিত ছিল না অর্থাৎ যে কোন নাম্বার নিয়েই গুচ্ছোতে আবেদন করে যেত। তবে এ বছর ন্যূনতম    ৩০ নম্বর পেয়ে আবেদন করতে হবে ।

এ ক্ষেত্রে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর উল্লেখ করেন , যেহেতু এবার একটি পাস নম্বর নির্ধারণ করা হয়েছে, তাই ধারণা করা হচ্ছে যে যারা ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পাবেন তারা সকলেই কোনো না কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

(২) তিন প্রকৌশল গুচ্ছ

পরীক্ষার আবেদন কার্যক্রম ইতিমধ্যেই শেষ। তালিকা প্রকাশ হয়ে গেছে এবং আবেদন ফ্রি ছিল ১২০০ থেকে ১৩০০ টাকা ভর্তি পরীক্ষা আজ ৬ আগস্ট ২০২২ এ অনুষ্ঠিত হয়েছে।

জেনে রাখুন : এবার গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে  আসন সংখ্যা ৩০ টি বাড়িয়ে ৩ হাজার ২৩১ টি করা হয়েছে। এসব আসনে মধ্যে সব মিলিয়ে ২১ টি আসন সংরক্ষিত করা থাকবে।

(৩) বুটেক্স

  •  আবেদন : ২২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছিল
  • আবেদন ফি : ১০০০ টাকা
  • পরীক্ষা তারিখ : ১২ আগস্ট ২০২২

জেনে রাখুন :

বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বাের্ড বা কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে নূন্যতম জিপিএ ৫.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল বা সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে  এইচ এস সি পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।

(৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • আবেদন : ১৫ জুন থেকে ২ জুলাই
  • আবেদন ফি : ৭৫০ টাকা প্রতি ইউনিট

 পরীক্ষার তারিখ :

  • A ইউনিট : ১৬ থেকে ১৮ আগস্ট ২০২২
  • C ইউনিট : ১৯ আগস্ট ২০২২
  • B ইউনিট : ২০ থেকে ২১ আগস্ট ২০২২
  • D  ইউনিট: ২০ থেকে ২৩ আগস্ট ২০২২
  • B1 ইউনিট ও D1 ইউনিট : ২৪ আগস্ট ২০২২

(৫) ৮ কৃষি গুচ্ছ

  • আবেদনের সময় : ১৭ জুলাই – ১৬ আগস্ট ২০২২
  • আবেদন ফি : ১২২২ টাকা
  • পরীক্ষার তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২২

জেনে রাখুন :

৮ কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাঠ্যসূচী এবং মানবণ্টন নিম্নরূপ :

  • উচ্চ মাধ্যমিক শ্রেণির বিষয় গুলোর মধ্যে ইংরেজী , পদার্থবিজ্ঞান , রসায়ন , জীববিজ্ঞান ও গণিত বিষয়ের প্রশ্নগুলো থাকবে
  • এইচএসসি বা সমমান পর্যায়ের বিষয়গুলো যেমন :  ইংরেজীতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদ বিজ্ঞানে ১৫, পদার্থে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে
  • পরীক্ষায় মোট ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতির প্রশ্ন দেওয়া থাকবে । প্রতিটি প্রশ্নের জন্য মান ১ নম্বর থাকবে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ২৫ নম্বর করে কাটা হবে
  • মোট ১৫০ নম্বররের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা দেওয়া হবে । এমসিকিউ পরীক্ষাতে ১০০ নম্বর দেওয়া হবে এবং সনদের ৫০ নম্বর দেওয়া হবে

সনদের নম্বর বণ্টন নিম্নরূপ –

  • এসএসসি / সমমান সনদের ২৫ নম্বর

(৬) মেরিন একাডেমি

  • আবেদনের সময় : আবেদন শুরু হয়েছে শেষ হবে ৩১ জুলাই
  • আবেদন ফি : ১০৫০ টাকা
  • পরীক্ষার তারিখ :  এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে

জেনে রাখুন :

মাধ্যমিক বা সমমান (বিজ্ঞান বিভাগ) এবং উচ্চ মাধ্যমিক বা সমমান (বিজ্ঞান বিভাগ) উভয় পরীক্ষাতে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫০ থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে পৃথক ভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং ইংরেজীতে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে অথবা IELTS গড় স্কোর ৫.৫ হতে হবে।

(৭) বুটেক্স ৮ কলেজ

  • আবেদনের সময় :  ৭জুলাই থেকে ৭  আগস্ট
  • আবেদন ফি  : ১০০০ টাকা
  • পরীক্ষার তারিখ : ২০ আগস্ট ২০২২

জেনে রাখুন :

শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে বিজ্ঞান বিভাগে প্রত্যেকটিতে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট হতে হবে। এইচএসসি পরীক্ষাতে গনিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীতে সব মিলিয়ে গ্রেড পয়েন্ট নূন্যতম ১৬.৫০ হতে হবে এবং উল্লেখিত বিষয়গুলোতে আলাদাভাবে কমপক্ষে ৩.০০ গ্রেড পয়েন্ট হতে হবে।

(৮) ঢাবি প্রযুক্তি ইউনিট

  • আবেদনের সময় : ১৫ আগস্ট থেকে ৮ জুলাই
  • আবেদন ফি  : ৭০০ টাকা+ চার্য
  • পরীক্ষার তারিখ : ২ সেপ্টেম্বর ২০২২

Leave a Comment