আপনার মূল্যবান ভোটটি দিন

কেন বাংলাদেশ ব্যাংকের এক্সচেঞ্জ রেট ডলার এর বিপরীতে টাকার মান কমে যাচ্ছে

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এক্সচেঞ্জ রেট অনুযায়ী প্রতি ডলার  $1 = 93.98 টাকায় বিনিময় করা হচ্ছে | অন্যদিকে খোলাবাজারে $1 = 96 টাকা থেকে 97 টাকা হারে বিনিময় করা হচ্ছে |

গতবছর 2021 সালেও ডলারের রেট  ছিল 84 টাকা 80 পয়সা | এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়ে 93 টাকা 98 পয়সা হয়ে গেছে | May 2021 থেকে Jul 2022  এর ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান হারিয়েছে 10.82 শতাংশ  | অথচ 2012 থেকে 2021 সাল পর্যন্ত 9 বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান হারিয়েছে মাত্র 3.37 শতাংশ | 

কি কারনে টাকা সহ বিশ্বের বিভিন্ন  মুদ্রার মূল্যবান হারাচ্ছে ডলারের বিপরীতে ?

2020 সালে শুরু হওয়া করোনা ভাইরাস এর প্রভাবে বিশ্বের উৎপাদন আমদানি ও রপ্তানি কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে | যার কারণে বিষয়টি মুদ্রাস্ফীতি বার ছিল | মুদ্রাস্ফীতি মূলত সময়ের সাথে সাথে মুদ্রার ক্রয় ক্ষমতাকে হারানো বুঝায় | করোনা ভাইরাসের প্রভাবে প্রতিটি ইকোনোমি তাদের অর্থনীতিকে সচল রাখার জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে অর্থনীতিকে সচল রাখতে গিয়ে টাকা সরবরাহ বাড়ি ফেলেছিল | যার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গিয়েছিল | করোনা ভাইরাসের এর কারণে গ্লোবাল সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় পর্যাপ্ত পণ্যের জোগান না থাকায় মুদ্রাস্ফীতি ক্রমশই বাড়ছিল | 

2021 সালের শেষ থেকে 2022 সালের শুরুর দিকে বিশ্বের ইকোনমি গুলো স্বাভাবিক অবস্থানে ফিরতে শুরু করলেও ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে | যার কারণে গ্লোবাল সাপ্লাই চেইন আবার আরেক দফা ব্যাহত হয় |  এই যুদ্ধের প্রভাবে তেল গ্যাস এর মত জ্বালানি বিভাগ এর পাশাপাশি গম , ভুট্টা  ও  তেল সহ বিভিন্ন মূল্যবান মেটাল এর সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে  | তবে এসব কিছুর মধ্যে তেল ও গ্যাসের সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার কারণে দাম ক্রমাগত বাড়তে থাকে |এছাড়া ও কৃষি পণ্য এর সাপ্লাই চেইন ব্যবহৃত হওয়ায় খাদ্য সুরক্ষা নিয়ে হয়েছে শঙ্কা | যার কারণে বিশ্বের সকল দেশের জন গণের জীবন যাত্রার ব্যয় তর তর করে বেড়ে যাচ্ছে | 

USA তে 2022 সালে মুদ্রাস্ফীতি  8.5  শতাংশে পৌঁছে যায় | 1981 সালের পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ | USA তে 2022 সালে ফুট ইন্ডেক্স মুদ্রাস্ফীতি  বেড়েছে  8.8 শতাংশ | যার প্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় পলিসি নির্মাতারা ইন্টারেস্ট রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয় | এর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের কারেন্সি US কারেন্সি এর বিপরীতে মূল্য মান হারাতে শুরুকরে |

সাউথ এশিয়ার সবথেকে বড় অর্থনীতি ভারতেও ডলারের বিপরীতে ভারতের রুপি মান কমেছে | 2012 সাল  থেকে 2021 সাল পর্যন্ত 9 বছরে ডলারের বিপরীতে ভারতের রুপি   22.20  শতাংশ  মান  হারিয়েছে | 2022 সালে এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে ইন্ডিয়ান রুপি  6.5 শতাংশ মূল্য মান হারিয়েছে | 

US কেন্দ্রীয় পলিসি নির্মাতারা  মে মাসে ইন্টারেস্ট রেট 0.5 শতাংশ বাড়ায় | যা ছিল দেশটির 20 বছরের ইতিহাসে সর্বোচ্চ  বৃদ্ধি | দেশটি মূলত ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেশের জনগণকে ব্যয় নিরুৎসাহিত করে সঞ্চয়  এর প্রতি আকৃষ্ট করছে | বাইডেন সরকার তেল , গ্যাস  ও এনার্জি বিল কমিয়ে দেশের জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে আরো বেশকিছু পদক্ষেপ নিতে যাচ্ছে | 

ইন্টারেস্ট রেট বাড়িয়ে ডলারের যোগান কমিয়ে আনার পলিসির কারণে ডলারের সার্কুলেশন কমে আসছে | যার কারণে US ডলার বিশ্বের অন্যান্য কারেন্সির তুলনায় শক্তিশালী হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশগুলো ডলারের বিপরীতে নিজেদের মূল্যমান হারাচ্ছে | US কেন্দ্রীয় পলিসি মেকারদের এই সিদ্ধান্তর পর US স্টক মার্কেট গুলোতে তালিকা ভুক্ত কোম্পানি গুলোর স্ট্রকের দাম অনেকটাই কমে গেছে | বড় বড় টেক কোম্পানি গুগোল , ফেসবুক , নেটফ্লিক্স এবং টেসলার স্ট্রকের দাম ক্রমা গতই কমছে | 

কেন টাকা মান হারাচ্ছে ?

বাংলাদেশর এই অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ 18 শতাংশ কমে গিয়েছে | যার প্রেক্ষিতে ফরেন এক্সচেঞ্জ বাজারে চাপ সৃষ্টি হয়েছে | কেন্দ্রীয় ব্যাংক টাকার মানকে সমুন্নত রাখতে প্রায় 6 বিলিয়ন ডলার রিজাভ থেকে ছেড়ে দিয়েছে | ফলশ্রুতিতে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন রিজাভ কোমে প্রায় 42 বিলিয়ন  ডলার |

বিশ্বের ছোট-বড় সব অর্থনৈতির দেশ ডলারের বিপরীতে মুদ্রার মূল্য মান কমিয়েছে | ফরেন রিজাভ থেকে ডলারের  সাপ্লাই বাড়িয়ে আর্টিফিশিয়ালি টাকার মান ধরে রাখা ভবিষ্যতের  বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে মতামত ইকোনোমিস্টদের | আমদানি – রপ্তানি বাণিজ্য হুট করেই যাতে বিরূপ প্রতিক্রিয়া না হয় | সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে | কেন্দ্রীয় ব্যাংক এ বছর 7 ধাপে টাকার মান কমিয়েছে |

Leave a Comment