আপনার মূল্যবান ভোটটি দিন

রেডমি নোট 11 প্রো বাংলাদেশ প্রাইস ও বিস্তারিত তথ্য

নিত্যনতুন আকর্ষণীয় মডেলের ডিভাইস এনে বাংলাদেশের বাজার কাপিয়ে তুলছে জনপ্রিয় শাওমি ব্র্যান্ডটি। এমনি একটি শাওমি ডিভাইস যার মডেল হচ্ছে XIAOMI REDMI NOTE 11 PRO ।

আজ আমরা এই হ্যান্ডসেটটি নিয়ে আলোচনা করবো। ডিভাইসটির দুটি ভারিয়েন্ট রয়েছে । Unofficial ভাবে ডিভাইসের ভেরিয়েনট দুটির প্রাইস যথাক্রমে (6 GB/128 GB)-এর  ইন্ডিয়ান মূল্যের হিসেবে ২৪,০০০ টাকা এবং (8 GB/128 GB)-এর ইন্ডিয়ান মূল্যের হিসেবে ২৬,০০০ টাকা। 

(১) Body –

ডিভাইসটির ওজন হচ্ছে ২০২ গ্রাম এবং প্রটেকশন এর জন্য রয়েছে কর্ণিং গোরিলা 5 । সিম কার্ড এর ক্ষেত্রে ফোনটিতে থাকছে Hybrid Dual SIM ( Nano-SIM, dual stand-by ) । 

সাথে অতিরিক্ত ভাবে দেওয়া হয়েছে IP53, dust and splash protection ।

(২) Network – 

ডিভাইসটিতে থাকছে 2G/3G/4G সাথে থাকছে  GSM / HSPA / LTE টেকনোলজি।

নেটওয়ার্ক স্পীড এর জন্য দেওয়া আছে HSPA 42.2/5.76 Mbps, LTE-A (CA) যা নেটওয়ার্ক স্পীড আরো ফাস্ট করার জন্য একটি প্লাস পয়েন্ট।

আরও থাকছে GPRS এবং EDGE ।

(৩) Display –

ডিসপ্লের দিকে খেয়াল করলে আমরা পাচ্ছি Super AMOLED capacitive touchscreen ও 16M colors বিশিষ্ট একটি 6.67 inch ডিসপ্লে।এটি একটি মাল্টিটাচ স্ক্রীন এবং সাথে থাকছে 120Hz, HDR10, 700 nits, 1200 nits (peak) ইত্যাদি ফিচারস সমূহ।

(৪) Platform –

ডিভাইসটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ এবং এম.আই ইউ.আই ১৩। চিপসেট এর দিকে খেয়াল করলে আমরা পাচ্ছি Mediatek Helio G96 (12 nm) ebon GPU থাকছে Mali-G57 MC2 । সাথে CPU টি হচ্ছে Octa-core (2×2.05 GHz Cortex-A76 & 6×2.0 GHz Cortex-A55) ।

(৫) মেমোরি স্টোরেজ –

ডিভাইসটিতে রয়েছে micro SDXC (uses shared SIM slot) কার্ড স্লট । ডিভাইসটির দুটি ভারিয়েনটে আমরা পাচ্ছি যথাক্রমে 6GB / 64GB এবং 8GB / 128GB ।

(৬) ক্যামেরা – 

  • ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা অর্থাৎ পেছনের ক্যামেরাতে আমরা পাচ্ছি 108 MP, f/1.9, 26mm (wide), 1/1.52″, 0.7µm, dual pixel PDAF
  • 8 MP, f/2.2, 118˚ (ultrawide)
  • 2 MP, f/2.4, (macro)
  • 2 MP, f/2.4, (depth) এবং ভিডিওর জন্য রয়েছে 1080p@30fps যা এই প্রাইজে অসাধারন

এই সক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়ে আপনি ভালো মানের ফটোগ্রাফি এবং ভিডিও শুটিং করতে পারবেন। অন্যদিকে , সেকেন্ডারি ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরাতে পাচ্ছি 16 MP, f/2.4, (wide) এবং 1080p@30fps যা দিয়ে আপনি ভালো মানের সেলফি ও ভিডিও শুট করতে পারবেন।

 ফিচার্সের দিকে খেয়াল করলে আমরা পাচ্ছি (LED flash, HDR, panorama) প্রাইমারি ক্যামেরা,(HDR, panorama) সেলফি ক্যামেরা।

(৭) সাউন্ড কোয়ালিটি :

ফোনটিতে এলার্ট এর জন্য রয়েছে Vibration, MP3, WAV ringtones । সাথে থাকছে লাউড স্পিকার(stereo speakers) এবং 3.5mm jack(24-bit/192kHz audio)।

(৮) কানেকশন এবিলিটি : 

  • ফোনটিতে ওয়াইফাই কানেকশনের জন্য রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct ও hotspot । 
  • ব্লুটুথ এর জন্য দেওয়া আছে 5.0, A2DP ও LE  । জিপিএস এর জন্য আমরা পাচ্ছি A-GPS, GLONASS, GALILEO ও BDS।
  • ফোনটিতে চার্জিং এর জন্য রয়েছে USB Type-C 2.0 ও USB On-The-Go । 
  • অতিরিক্ত হিসেবে রয়েছে NFC এবং infrared port । আরেকটি বিষয় বলে রাখা ভালো যে ডিভাইসটিতে এফএম রেডিও নেই।

(৯) ব্যাটারি :

ব্যাটারি দিকে খেয়াল করলে আমার পাচ্ছি 5000 mAh এর একটি Non-removable Li-Po ব্যাটারি এবং  Fast charging 67W যেটিতে 51% হবে মাত্র ১৫ মিনিটে (advertised) । সাথে থাকছে Power Delivery 3.0 ও Quick Charge 3+ ।

(১০) ফিচারস :

ডিভাইসটির সেন্সরের দিকে খেয়াল করলে আমরা পাচ্ছি :

  • ফিঙ্গারপ্রিন্ট ( সাইড মাউন্ট টেড )
  • accelerometer
  • gyro
  • proximity এবং
  • compass

ফোনটিতে এসএমএস করার জন্য রয়েছে SMS(threaded view), MMS, Email, Push Email ও IM । ব্রাউজারের জন্য দেয়া রয়েছে HTML5 । বলে রাখা ভালো , ডিভাইসটিতে Java নেই।

ডিভাইসটি চীনে তৈরি হয়েছে এবং এটি তিনটি কালারে পাওয়া যাবে । কালার গুলো হল :

  • Graphite Gray (Stealth Black)
  • Polar White (Phantom White)
  • Star Blue ।

ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশ available হবে এবং এর প্রাইজ আশা করা যায় ২৪,০০০ টাকার  আশেপাশে হবে।যেকোনো মডেলের ফোনের বিস্তারিত তথ্য লাগলে কমেন্টে মডেলটি লিখেন। শতভাগ নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব।

Leave a Comment